ইউরোপ ছেড়ে এশিয়া মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের এই মহাতারকা বর্তমানে সৌদি আরবের দল আল নাসরের হয়ে খেলছেন। এই দলে চুক্তি করে তিনি সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারও হয়েছে।
পুরো বিশ্বেই রোনালদো ভক্তের অভাব নেই। বাংলাদেশেও সিআর সেভেন খ্যাত এই তারকা বিশাল সমর্থক গোষ্ঠি রয়েছে।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো। রোনালদো বলেন, সালামু আলাইকুম বাংলাদেশ।
অনুমান করা হচ্ছে রোনালদোর ক্লাব আল নাসরের হয়তো প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন। সেই সূত্রেই রোনালদোর এই ভিডিওটি রেকর্ড করেছেন কোনো এক প্রবাসী বাংলাদেশি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply