কামরাঙ্গীচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. হাছিব (২৭) নামে এক ব্যক্তি। গতকাল সোমবার রাতে ঝাউচর এলাকার ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরূদ্ধ রায় জানান, গতকাল রাতে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, হাছিব পেশায় রিকশা চালক ছিলেন। তিনি গত দুই মাস আগে ইভা (১৮) নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এসব নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেন তিনি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply