আলফাডাঙ্গায় পপুলারে ভুল চিকিৎসায় গর্ভের শিশুর মৃত্যু
কালের চাকা নিউজ ডেষ্কঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ভূল চিকিৎসার শিকার হলেন সাংবাদিক দম্পতি।নিজের অন্তসত্বা স্ত্রীকে নিয়ে আলফাডাঙ্গা পপুলার ডায়গনষ্টিক সেন্টারে গাইনি ডা. দেখাতে গিয়েছিলেন সাংবাদিক সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ্ ।সেখানকার গাইনী ডা.তানজিনা রহমান রিতু প্রয়োজনীয় চেক-আপ করে ফাস্টিং ব্লাড সুগার পান ৮:৫৭ এবং অন্যন্য শারীরীক পরীক্ষার রিপোর্ট ভালো পান। প্রেগন্যান্ট প্রিয়ডে কিছু ঔষধ আছে সেবন যায় না ।কিন্তু ডা. রিতু Tab Diryl-1 রোগী কে সেবন করতে দেন , যে ঔষধ প্রেগন্যান্ট অবস্হায় সেবন করা যায় না।
রোগী ডা. এর পরামর্শে ঔষধ সেবন করেন, পর পর ৪দিন ডা. এর পরামর্শে ৪ টা ট্যাবলেট সেবন করার পর পেটের বাচ্চা এ্যাবরশন হয়ে যায়।খোঁজ নিয়ে জানা যায় ডা.তানজিনা রিতুর কোন বিএম ডিসি রেজিষ্ট্রেশন নাই।
এর আগে ও ছত্রকান্দার মফিজের স্ত্রীর ভূল চিকিৎসা করে পেটের ৪ মাসের বাচ্চা নষ্ট করেন এই বিতর্কিত ডা.তানজিনা রহমান রিতু।এ বিষয়ে জানতে চাইলে ডা. তানজিনা রিতু বলেন ফরিদপুরে ডা. দিপ্তী রানী সাহা আমার ননদ কে এই ঔষধ দিয়েছে বলে, আমিও রোগীকে কে দিয়েছি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, স্থানীয় সাংবাদিক সমাজ সহ এলাকাবাসী।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply