বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের ৩৭তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানে হারিয়েছে শুভাগত হোমের দল। এই দুই দলই অবশ্য প্লে অফের লড়াইয়ে আগেই ছিটকে গেছে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের সমন্বিত বোলিং দাপটে কোনো মতে শতরান পেরুলেও জয় পাওয়া হয়নি তাদের। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন।
ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান কার্টিস ক্যাম্ফার। দুটি করে উইকেট দখল করেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।
টস জিতে এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামও বিপাকে পড়ে। আরাফাত সানীর ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় তারা। টপঅর্ডাররা ব্যর্থ হওয়ার পর উসমান খান ৩০ রান করেন। তবে শেষ দিকে ঝড় তোলেন জিয়া। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।
ঢাকা বোলার আরাফাত সানী ৪টি উইকেট দখল করেন।
ব্যাটে বলে দারুণ করে ম্যাচ সেরা হন জিয়াউর রহমান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply