দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। অপ্রিয় সত্য প্রকাশের জন্য বহুবার আলোচনায় এসেছেন তিনি। সত্য কথায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না প্রকাশ। এজন্য অবশ্য অনেকবার তিনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন। তারপরও থেমে থাকেননি তিনি।
এবার তিনি বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ সিনেমা বয়কটকারী ও সমালোচকদের ওপর চটেছেন। প্রকাশ রাজের অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্স’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও। শাহরুখের সিনেমা ‘পাঠান’ বয়কটের যারা আওয়াজ তুলেছিল ভারতজুড়ে, তাদের প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। এরই মধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। অন্যদিকে এই মূর্খরা, যারা পাঠান নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নরেন্দ্র মোদীর সিনেমাই ঠিক করে সফল করতে পারেনি। তাই এরা শুধুই ঘেউ ঘেউ করতে পারে। কামড়াতে আসবে না। অযথা শব্দদূষণ করবে।’
পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইল্স’-সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমাকে ও তাকে তীব্র সমালোচনা করে প্রকাশ বলেন, ‘একেবারে নির্লজ্জ পরিচালক। ‘দ্য কাশ্মীর ফাইল্স’ অত্যন্ত খারাপ একটা সিনেমা। তার সিনেমা অস্কারের যোগ্য বলে যে দাবি করছেন, আমার প্রশ্ন অস্কার ওকে দিচ্ছে কে?’
প্রকাশ আরও জানান, তার কাছে খবর আছে এই ধরনের প্রচার সর্বস্ব সিনেমা করার জন্য প্রায় ২০০০ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে। তার স্পষ্ট কথা, ‘এরা মানুষকে বোকা বানাতে পারে শুধু।’
যদিও এই সিনেমা সাফল্যের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের ক্ষেত্রে প্রযোজক, পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনো ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে, মানুষ মর্মাহত হয়।’
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply