ষ্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুমালা বিশ্বাসের (সিস্টার মেরী দেবারতী)
বিরুদ্ধে দূর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনের
বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে
এলাকাবাসী।
অভিযোগসূত্রে জানাযায়, সরকারী বিধি মোতাবেক মফস্বল এলাকার মাধ্যমিক
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ফি ৫শত টাকা নিধারিত থাকলেও প্রধান শিক্ষক
মধুমালা বিশ্বাস ১৪শত ২০টাকা করে নিয়েছেন। এছাড়াও কোচিং ফি বাবদ প্রতি
মাসে ১হাজার টাকা,অতিরিক্ত মাসিক বেতন, স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের পোশাক
ও বই-খাতা ক্রয় করতে বাধ্য করা হয়। আর এসব বিষয়ের মাধ্যমে প্রধান শিক্ষক
মধুমাল বিশ্বাস প্রতি মাসে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিষয়গুলো নিয়ে
এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশনে
অভিযোগ দায়ের করেছেন।
অভিভাবক দেবাশীষ রায়, বিমল সিকদার, খোকন মীর বলেন, আমাদের এলাকার জনগণ
খুবই দরিদ্র। এখানে ৬ষ্ঠ শ্রেণির ভর্তিতে প্রায় ১ হাজার ৫শত টাকা করে
নেয়া হয়। ২শত টাকা করে নেয়া হয় মাসিক বেতন। পোষাক বাবদ নেওয়া হয় দেড়
হাজার টাকা। এছাড়াও নিষিদ্ধ গাইড বই, খাতা-কলম ক্রয়ে বাজারের চেয়ে
দ্বিগুন মূল্য দিয়ে কিনতে হয়। এখন আমাদের ছেলে মেয়ে এই স্কুলে লেখাপাড়া
করানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সরকারি দপ্তরে
অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, বিদ্যালয়টির
প্রধান শিক্ষক মধুমালা বিশ্বাস (সিস্টার মেরী দেবারতী) তার খেয়াল খুশিমতো
বিদ্যালয়টি চালাচ্ছেন। আমরা প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে তিনি তাকে
হয়রানির অভিযোগ এনেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মধুমালা বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি তার
বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়টি এমপিও ভূক্ত হলেও
এটি একটি মিশনারী স্কুল । মিশনারী স্কুলের নিয়ম-কানুন মেনেই বিদ্যালয়টি
পরিচালিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়টির নানা
অনিয়মের কথা আমি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply