রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে ঝুমুর (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবিহিত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনুলাবিল গ্রামের দিন মজুর মো: খলিল মিয়ার মেয়ে ঝুমুর। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। বর্তমানে যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের পাশে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।
চাচা আমির হোসেন জানান, মঙ্গলবার রাতে সকলের অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় ঝুমুর।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply