বিপিএলের প্লে-অফ খেলার জন্য ইংলিশ অলরাউন্ডার বেন স্কোটকসকে নিয়ে আসছে সিলেট স্ট্রাইকার। এই খবর এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। বেন স্টোকস আসছেন বিপিএলে সিলেটের হয়ে খেলার জন্য- খবরটাকে দেদারছে শেয়ার করছেন ক্রিকেট সমর্থকরা।
অথচ, যার বিয়ে তার খবর নাই পাড়া-পড়শির ঘুম নাই- এর মত অবস্থা। বেন স্টোকসকে নিয়ে এতবড় খবর খোদ সিলেট স্ট্রাইকার্সই জানে না। বরং, অনলাইনে খবরটি দেখে তারা নিজেরাও অবাক।
কারণ, সিলেট স্ট্রাইকার্স বেন স্টোকসের সঙ্গে যোগাযোগই করেনি। এ বিষয়ে সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেখানে তারা লিখেছে, ‘ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকসের সঙ্গে কোনো চুক্তি সাক্ষর হয়নি সিলেট স্ট্রাইকার্সের। এটা সম্পূর্ণই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব।’
সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রাঞ্চাইজিটি সম্পর্কে সঠিক সংবাদ জানার জন্য তাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ যেন অনুসরণ করে সবাই। কারণ, সেখানেই তারা তাদের সব আপডেট দেয়ার চেষ্টা করে। এর বাইরে যা কিছু আসে, ওগুলোর সবই গুজব।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply