দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিস্কৃত ছয় নেতাকে দলে ফেরালো জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।
বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যে ৬ নেতা বহিষ্কার হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো লুৎফর রেজা খোকন (কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন (সিরাজগঞ্জ)
আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) ও আব্দুল জলিল (সিরাজগঞ্জ)।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply