ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘কথা দিলাম’ সিনেমাটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে একুশে বইমেলায় হাজির হয় ‘কথা দিলাম’র টিম।
এ সময় চিত্রনায়িকা কেয়া বলেন, ‘আমি প্রথমবার সিনেমার প্রচারণায় বইমেলায় এসেছি। আমাদের “কথা দিলাম” আগামী ১০ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণায় বইমেলায় এসে খুব ভালো লাগছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছি আমরা।’
অভিনেতা জামশেদ বলেন, ‘প্রত্যকেবার বইমেলায় আসি বন্ধদের সঙ্গে। আর এবার আসলাম নিজের সিনেমার প্রচারণায়। অন্যরকম ভালো লাগছে। দিনটি স্মৃতি হয়ে থাকবে।’
জসিম উদ্দিন আকাশের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। আর সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সামাজিক গল্পের এই সিনেমায় জামশেদ-কেয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনাসহ অনেকে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply