৭ দিনের মধ্যে সালাম মুর্শেদীর বাড়ির অরিজিনাল মাস্টার প্ল্যান দাখিল করতে রাজউককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে দুদককে ৩ সপ্তাহের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে বাড়ির পুরো লে আউট প্ল্যান হাইকোর্টে হাজির করার নির্দেশনা চান রিটকারি। এর প্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়িটি দখলের অভিযোগ তুলে তদন্তের নির্দেশনা চেয়ে গত ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন রিট করেন। সে রিটের শুনানি নিয়ে গত ১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে বাড়িসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
গৃহায়ণ ও গণপূর্তসচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই বাড়ি নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনকে দিতে গৃহায়ণ ও গণপূর্তসচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply