১০ বছরের সরকারি ফি বকেয়া থাকায় উপহারের গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
উপহার পাওয়া ১৮০০ সিসির (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০) এই গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা সরকারি ফি বকেয়া। অর্থাৎ, গত ১০ বছর অবৈধভাবে গাড়িটি ব্যবহার করেছেন ওই শিক্ষক। এখন গাড়িটর লাইসেন্স নবায়ন করতে এই টাকা পরিশোধ করতে হবে ।
হবিগঞ্জের শিক্ষক এম মুখলিছুর রহমানের ওই গাড়িটির সর্বশেষ ট্যাক্স দেয়া হয়েছে ২০১৩ সালের ১৮ মার্চ। একই বছরের ১৫ জুলাই ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয় গাড়িটির। এ কারণে গাড়িটির ১০ বছরের সরকারি ফি বকেয়া রয়েছে।
এ ব্যপারে বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন, ২০১৩ সাল থেকে যদি গাড়িটির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, তবে এর জন্য বিপুল পরিমাণ বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে হিরো আলম জানান, গাড়ির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের বিষয়টি আমি আগে জানতাম না। এখন কথা বলে দেখি কী করা হয়।
গত মঙ্গলবার বেশ আয়োজন করেই গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের কাছে হস্তান্তর করেন শিক্ষক মুখলিছুর। ওই গাড়ি আনতে গিয়ে পথেই মামলা খেয়ে ২৫ হাজার টাকা জরিমানাও গুনতে হয়েছে হিরো আলমেকে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply