বোয়ালমারী প্রতিনিধি: আল আমিন নিবিড়
ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধু সংঘ বোয়ালমারী। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, দেশি মসুর ডাল, তেল, সেমাই ও গুড়া দুধ। এছাড়া একইদিন বন্ধু সংঘ বোয়ালমারীর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে আহত খান মো. রফিকুল ইসলাম কাদের, কিডনীজনিত সমস্যায় অসুস্থ জাফর মিয়া, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বোয়ালমারী বার্তা বিক্রেতা তারা মিয়া ও বাইতুল মা’আরিফ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম তুহিন, সহসভাপতি মহিদুল ইসলাম মহু, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ মুক্ত মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিবনাথ দাস মানিক, সদস্য বিষ্ণু দাস, শফিকুল ইসলাম চপল, জামিল প্রমুখ।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব অর্থায়নে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply