গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী খাঞ্জাপুর গ্রামের যুবক জামাল শেখের (৩৫) বিরুদ্ধে। এ ব্যাপারে আজ সোমবার মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ওই ছাত্রীর পারিবারের অভিযোগে জানা যায়, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে বরইতলা গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল।এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ঝোপে নিয়ে ধর্ষণ করে । পরে ওই ছাত্রী বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়লে শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৬,তারিখ ২২-০৪-২০১৯। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মেয়ে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply