বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রবাল বাতাসের প্রভাবে মোংলা পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ ডুবেগেছে। এসময় তাৎক্ষণিক সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ডুবে যাওয়া লাইটারের ১২জন নাবিক।
ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো। দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে ঘূর্ণিঝড় মিথিলি’র প্রভাবে তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো: মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবেযায়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply