দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপ-মন্ত্রী )পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) বেগম হাবিবুন নাহার তালুকদার। ওই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার।
সন্ধায় এক ফেসবুক পোষ্ট এ আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার এ কথা প্রকাশ করেন।
ফেসবুক পোষ্ট টি নিচে দেওয়া হলঃ-
- আসসালামু আলাইকুম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কোন বাধা না থাকায় জনগণের চাপের মুখে আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ইদ্রিস আলী ইজারাদার নিজেকে রামপাল – মোংলা বাগেরহাট ৩ আসনের প্রার্থিতা ঘোষণা করছি। আমি আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছি। সবাই ভালো থাকেন।
- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
এদিকে আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরেও ডামি প্রার্থী রাখার নির্দেশনা দেন। সেই অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার।
আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই ফেসবুকের ওই পোস্টে আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার কে নির্বাচনে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন।
জাতীয় নির্বাচনের তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply