বগুড়া স্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের লতিফপুর এলাকায় অবস্থিত ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ (সদর আসনের) মাননীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান রিপু এমপি এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব এ.কে.এম আসাদুর রহমান দুলু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সুজল কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হযরত আলী,
বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আলমগীর হোসেন স্বপন, বিদ্যালয়ের দাতা সদস্য জনাব নাহিদ হাসান নিতু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা আবু সালেক, নিপেন চন্দ্র, মোবারক আলী, আব্দুর রাজ্জাক, সাজেদা বেগম, আব্দুস সালাম সহ আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ সাজেদুর রহমান সবুজ, সেলিম রেজা ও সারওয়ার হোসেন। ক্রিয়া পরিচালনায় ছিলেন শিক্ষক জনাব সুলতান আহম্মেদ এবং ডিসপ্লে পরিচালনায় ছিলেন মৌসুমি আক্তার, আরেফিন সুলতানা সাথী ও বুলবুলি খাতুন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply