বিশিষ্ট অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে টেকসই ও সমতাভিত্তিক অর্থনীতি গড়তে একটি নির্বাচন প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন। আগে নির্বাচন মানে ছিল উৎসব, কিন্তু আজ নির্বাচন মানেই ভীতি। কেউ ভোট দিতে পারেন, কেউ ভোটের সুযোগ হারান। দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ কোন সমাজের দিকে যাচ্ছে বলা কঠিন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দ্য ঢাকা ফোরাম আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, এফ এ শামিম আহমেদ, ইখতেখার করিম, মাসুদ আজিজ প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ দেখি না। যদিও বিভিন্ন ঐক্য তৈরি হয়েছে। এতে একটা ভালো বিরোধী দল তৈরি হবে, যেটা এত দিন ছিল না।’ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাইতে হবে, ইসিকে উদ্যোগ নিতে হবে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সৌদি যুবরাজের মতো দেশ চালানো হচ্ছে। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ১০ বছর ধরে তরুণ ভোটাররা ভোটের অধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে জনগণের ভোটের অধিকার না থাকলে ভোট ছাড়া জাতির একটি যৌবনকাল চলে যাবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply