গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশু নির্যাতন ও সুরক্ষায় সেরা অবদানকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন সেরা অবদানকারীর হাতে পুরস্কার তুলে দেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ভারপ্রাপ্ত ম্যানেজার সুবাস জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, এইচ এম মেহেদী হাসানাত, কয়খা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহীদুল ইসলাম, ফেরধরা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তানিয়া বেগম, কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার দিপল বিশ্বাস,লিওনি ডাস বৈদ্য, শিশু ফেরামের প্রতিনিধি বিথী বাইন, প্রান্ত বিশ্বাস বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply