গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মরহুম খান সাহেব শেখ মোশাররফ হোসেনের বড় কন্যা, বঙ্গবন্ধুর চাচাতো বোন ও রামদিয়া এস কে কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আইয়ুবুর রহমানের সহধর্মিণী শেখ হামিদা রহমান (রানু আপা)-এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
রামদিয়া ও ঢাকার কলাবাগান প্রথম লেনে থাকা-অবস্থায় রানু আপার গভীর সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছিলো। তিনি অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন, ছিলেন অত্যন্ত সহজ সরল সদালাপী ও আতিথেয়তা পরায়ণ। আমার আজো মনে আছে, একসময় তাঁর স্বামী অধ্যক্ষ আইয়ুবুর রহমান, ভাই শেখ কবির হোসেন ও আমি তাঁর কলাবাগান বাসায় ঘন্টার পর ঘন্টা নানান বিষয়ে আলোচনায় থাকাকালে তিনি মাঝে মাঝে নানান নাস্তাসহ চা দিয়ে আপ্যায়ন করতেন। কিন্তু অধ্যক্ষ আইয়ুবুর রহমানের মৃত্যুর পর থেকে তেমন আর যোগাযোগ হতো না।
এমন উদার মহীয়সী নারী আমাদের বাঙালি সমাজে সচরাচর মেলে না । তাঁর মৃত্যুতে মনে হচ্ছে, আমি আমার আপন বোনকে হারিয়েছি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply