আলফাডাঙ্গায় পঙ্গু হতে বসেছে হতদরিদ্র নওশেরঃ সাহায্যের আবেদন।
রিয়াজ মুস্তাফিজ
মারাত্বক সড়ক দুর্ঘটনায় পা হারাতে বসেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো: নওশের শেখ। গত ১৮ এপ্রিল পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার বনমালীপুরে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহত নওশের ট্রলি গাড়ির সামান্য হেলপার। ঘটনার দিন বৃহঃপতিবার সকাল ৯টার দিকে পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা নওশেরের ট্রলির উপর উঠিয়ে দেয়।এতে ঘটনা স্থলে নওশেরের বাম পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর চালকের মাথা প্রচণ্ড জখম হয়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে নওশেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে (রেফার্ড) করে। বিশেষজ্ঞ চিকিৎসগণ জানিয়েছেন নওশেরের পায়ের ৬ টি স্থানে ভেঙ্গে গেছে। দ্রুত অপারেশন না করা হলে, পা কেটে ফেলতে হবে। অপারেশন করানোর মত অর্থ নেই নওশেরে পরিবারের।
এমতাবস্থায় দরিদ্র নওশেরের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে অার্থিক সাহায্যের হাত বাড়িয়েছে।
মানুষ মানুষের জন্য। আপনাদের একটু সাহায্যই পারে নওশেরকে সুস্থতার দিকে এগিয়ে নিতে।
হত দরিদ্র নওশেরের জন্য দোয়া ও অার্থিক সাহায্য চেয়ে নিরব অশ্রুপাত করছে তার পরিবার।
সাহায্য পাঠাতে চাইলে
যোগাযোগঃ
নওশের শেখ
পিতা- রুফোল শেখ
হেলেঞ্চা, আলফাডাঙ্গা,ফরিদপুর।
bcash- প্রসাদ শিকদার
01710545838
নওশেরের মা- 01904154326
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply