কালিয়া প্রতিনিধিঃ- শুক্রবার রাতে নড়াইলের কালিয়ার ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান ভষ্মিভূত’ হয়েছে। উপজেলার পেড়লী বাজারে সংঘটিত ওই অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। তবে অগ্নিকান্ডের কোন কারন এখন পর্যন্ত জানা যায় নি।
ক্ষতিগ্রস্থরা জানান, ওই বাজারের ফার্নিচার ব্যবসায়ী লিটন শেখ, নারকেল ব্যবসায়ী মিন্টু শেখ ও মসলা ব্যবসায়ী সৈয়দ মোল্যা প্রতিদিনের মত শুক্রবার রাত ৯ টার দিকে তাদের দোকান বন্দ করে বাড়িতে চলে যান। ওইরাত দেড়টার দিকে ওইসব দোকানে অগ্নিকান্ডের সৃষ্টি হলে বাজারে থাকা লোকজন ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করলে গ্রামবাসিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply