হাসিব আল মামুন(কলেজ প্রতিনিধি):-“তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান” এই স্লোগানে আলফাডাঙ্গা সরকারি কলেজ চত্ত্বরে “সন্ধানী ডোনার ক্লাব”এর উদ্যাগে সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচী থেকে প্রায় শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ হয় বলে জানান উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক।
সেচ্ছায় রক্তদান কর্মসূচীতে রক্তদান করেন সাধারণ ছাত্র/ছাত্রীরা। রক্তদান কালে রক্তদানকারীকে একটি করে ডোনার কার্ড দেওয়া হয়, এই কার্ডের বিনিময়ে তারা প্রয়োজনের সময় রক্ত গ্রহন সহ “সন্ধানী ডোনার ক্লাব”এর থেকে রক্তের পাঁচটি পরিক্ষা বিনামূল্যে পাবে বলে জানান উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply