তরুণ বসু ক্যাম্পাস প্রতিনিধিঃ– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) একটি গবেষণাভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। ১৯৮৫ সালে প্রথমে ইপসা এবং পরবর্তীকািলে ১৯৯৮ সালে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি কৃষিতে মৌলিক ও প্রায়োগিক গবেষণায় অগ্রাধিকার প্রদান করে আসছে। প্রতি বছরই এ বিশ্ববিদ্যালয় হতে শতাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে প্রকাশিত হচ্ছে, যা সম্প্রতি প্রকাশিত স্পেনভিত্তিক সিমাগো এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা স্কোপাসের জরিপে ফুটে উঠেছে। সংস্থা দু’টির জরিপে দেখা যায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ও গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণায় র্যাংকিংয়ে বশেমুরকৃবি পঞ্চম এবং বৈশ্বিক র্যাংকিং তা ৭৩৭তম স্থানে রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৯টি দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও, কৃষিতে মৌলিক ও ফলিত বিষয়ের ওপর দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে আরো প্রায় ৫০টি প্রকল্পের গবেষণা কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কৃষি, মত্স্য, পশুপালন ও পশু চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখে চলছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply