মোঃ লোকমান রাসেল,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ- যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি নামক চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করে সুরাইয়া বেগম (৩৫) নামের এক নারীকে ৪০ হাজার ৪’শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৭ আগসাট) রাত ১০ টার দিকে তাকে আটক করে বিজিবি। আটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।
৪৯ বিজিবি লে, কর্নেল. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক মহিলাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এই নারী সোনা চোরাচালানির সাথে জড়িত এবং এই নারী বিদেশে গিয়েছিল একাধিক বার৷ আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply