গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে হাত-পায়ের রগ কেঁটে জাকারিয়া ভূঁইয়া (৪২) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাকারিয়া ভূঁইয়া গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মজিদ ভূঁইয়ার ছেলে।
নিহতের বড় ভাই আব্দুল রব ভূঁইয়া জানান, মাছের ঘের নিয়ে আমার ভাইয়ের সাথে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আদিল খাঁর সাথে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ মঙ্গলবার দুপুরে আদিল খাঁর লোকজন জাকারিয়া ভুঁইয়াকে ধরে বাজুনিয়া মোড়ে নিয়ে যায়। সেখানে রাস্তার উপর তার দুই হাত ও পায়ের রগ কেটে দেয় এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হলে জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দাযেরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply