পাহাড়ি মেঘের আড়ালে হারিয়ে যেতে নেই মানা। বৃষ্টিতে প্রকৃতি তার সব রূপ উজার করে দেয় পাহাড়ে। বিস্তৃত পাহাড়ি ভুমি যেন সবুজের গালিচা, এই গালিচায় আমাদের ভ্রমন যোগ করবে এক ভিন্ন মাত্রা।
বর্ষায় ভিন্ন এক রূপ ধারন করে পাহাড়। আমাদের দেশের অধিকাংশ ভ্রমনপিপাসীরা ভ্রমন এর জন্য শীতকালকে বেছে নিলে ও হয়তো অনেকেই জানে না বর্ষায় পাহাড় দাড়িয়ে থাকে তার অপরূপ সৌন্দর্য নিয়ে।
কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি- ৯৯ ব্যাচের কিছু বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম বর্ষায় পাহাড় দেখবো, পাহাড়ি বর্ষায় ভেজাবো নিজেদের। অবিরাম বৃষ্টির জলধারের পরশে পাহাড়ি বৃক্ষরাজি এক নব যৌবন লাভ করে, যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ, সবুজের সমুদ্রে আমরা অবগাহন করতে চাই। আর পাহাড় আর মেঘ এর সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিচে সবুজ প্রকৃতি আর পাহাড় চুড়ায় মেঘ।
আমরা বন্ধু-৯৯ (ব্যাচ) এর সদস্যরা ভেসে যেতে চাই মেঘের সাথে, স্পর্শ করতে চাই সুন্দরকে, মন খুলে ভালোবাসতে চাই প্রকৃতিকে।
অনেক আলোচনার পর সিদ্ধান্ত হল সাজেক যাওয়ার। সবার সাথে মিলিয়ে সময় ও নির্ধারিত হল। অফিসের কাজের চাপ, পরিবারের দ্বায়িত্ব, ব্যবসার ক্ষতি সব ম্যানেজ করে পকেটের বারোটা বাজিয়ে আমরা যাচ্ছি সাজেকে।
১৮ সেপ্টেম্বর রাত ১০ টায় আমরা বন্ধু -৯৯ (ব্যাচ)বাসে উঠছি সাজেকের উদ্দেশ্যে। ফিরবো ২০ সেপ্টেম্বর রাতে। বন্ধু-৯৯ এর এই ভ্রমন আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে।
গোপালগঞ্জের কাশিয়ানী জি সি পাইলট ৯৯ (ব্যাচ) এর সাজেক ভ্রমন উপলক্ষ্যে বিশেষ প্রতিবেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply