গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দলাল বিশ্বাস ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার পূনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার বিকেলে উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া শাখার সভাপতি নন্দলাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়, শিক্ষক সুরেশ দাস, ক্ষিতিশ চন্দ্র মধু, নিহার রঞ্জন বাড়ৈ বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply