ফয়সাল জামান ফাহিম বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউজিসির অনুমোদন ছাড়া চালু করা হয় ইতিহাস বিভাগ, বর্তমানে ৪২৫ জন শিক্ষার্থী এই বিভাগে অধ্যায়নরত। গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ইউজিসির প্রতিবেদনে বলা হয় ইতিহাস বিভাগের তিনটি ব্যাচকে অনুমোদন দিতে এবং আগামী বছর থেকে ভর্তি বাতিল করতে।
ইউজিসির এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে চতুর্থ দিনের মত আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত।
সকাল থেকে একে একে প্রত্যেকটি বিভাগ ইতিহাস বিভাগের সাথে একত্ততা প্রকাশ করে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শফিকুর রহমান জানান, ইতিহাস বিভাগের এই আন্দোলনটি সম্পূর্ণ যৌক্তিক।তারা আমাদের ভাই।আমাদের ভাইয়ের অস্তিত্ব রক্ষা আমাদের দ্বায়িত্ব।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী বর্ষন তূর্ণ জানান,ইতিহাস বিভাগের এই যৌক্তিক আন্দোলনে আমরা সিভিল পরিবার সমর্থন জানাচ্ছি এবং তাদের দাবী আদায়ের আগ পর্যন্ত যে কোন প্রয়োজনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, দাবী আদায়ে প্রশাসনিক ও একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রাখতে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply