সারাদেশে নোবেল করোনা ভাইরাসের প্রকোপে সব কিছু লকড ডাউনে। জীবন যাত্রা প্রায় থমকে আছে। এর ফলে সব থেকে বেশি ভুক্তভোগী নিম্মআয়ের মানুষেরা৷ বিশেষ করে নিম্মমধ্যবিত্ত শ্রেনীর অসচ্ছল পরিবার সমুহ। যাদের বেশিরভাগই লোকলজ্জার কারণে কারোর কাছে হাত পেতে সহায়তা নিতে পারে না। অথচ করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে তাদের কাজ নেই, নেই আয়ের উৎস। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন আলফাডাঙ্গা উপজেলার দুইভাই। সাংবাদিক স্বপ্ন মাহমুদ ও রাকিব সাদমান এর উদ্যোগে অসহায় এসব মানুষকে সাহায্য সহায়তা করা হয়েছে। গত সোমবার আলফাডাঙ্গার বুড়াউচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করাহয় এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিদ্বয়। এ প্রসঙ্গে স্বপ্ন মাহমুদ বলেন, স্বেচ্চসেবী ও সব সংগঠনের উচিত অসহায় মানুষকে খুঁজে বের করে তার বাসায় খাদ্য পৌঁছে দেয়া। সম্ভব হলে কিছু অর্থ সহায়তাও করা উচিত। মানুষকে ত্রাণ হিসেবে নয়, বিপদের সাহায্য হিসেবে এগিয়ে আসা উচিত। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply