গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার গোপালগঞ্জঃ- মুন্সীগঞ্জের সেতু মন্ডল, গাজীপুরের মনিকা গোমেজ ও ফেনীর নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীসহ নারী নির্যাতণ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখা আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের জনগণ।
মানববন্ধন চলাকালে সেখানে প্রতিবাদ সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি ডা: অসিত কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, স্থানীয় নেত্রী অনিমা রানী সরকার, শিপ্রা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সেতু, মনিকা ও নুসরাত হত্যার প্রকৃত খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ নারী নির্যাতণ বন্ধের দাবী জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply