গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি মোঃ আজিজুর রহমান
পরশ উজিরঃ-গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আজিজুর রহমান গোপালগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেষ্ট তুলে দেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মাদ সাঈদুর রহমান খান ।
কাশিয়ানী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, অস্ত্র উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত সদস্য ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর কাশিয়ানী সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হানসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী ও গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলার অফিসার ইনচার্জগণ।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, এ অবদান শুধু আমার একা নয়। এ অবদান থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। কারন তাদের ভুমিকা ছিলো অপরিসীম। তাই এ উপহারটি তিনি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের মাঝে উৎসর্গ করেছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply