:
নবীনগরে পূর্বশত্রুতার জেরে হাতুড়িপেটা, আহত-১
প্রবীর ভৌমিক শান্ত , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রসুল্লাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ওতপেত লুকিয়ে থাকা কয়েকজন হাতুরি দিয়ে আঘাত করে নাছির উদ্দিন ভান্ডারিকে ( ৬২) আহত করে। আহত অবস্থায় নাছির উদ্দিন ভান্ডারিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতের স্ত্রী জোনাকি আক্তার (৫০) বাদী হয়ে হামলাকারি চারজন ও অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে নবীনগর থানায় মামলা করেন। আসামীরা হলেন রসুল্লাবাদ গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে খন্দকার মনির (২৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে আব্দুর রহমান ( ২৫), চুন্নু মিয়ার ছেলে সোহেল মিয়া ( ২৩), আব্দুর রহিম মিয়ার ছেলে সুমন মিয়া ( ২৫) ও অজ্ঞাতনামা আরো দুই জনের নামে মামলা করেন। মামলার এজহারে নগদ ২১৫০০ টাকাসহ ২১০০০ টাকা মূল্যের মোবাইল সেট হাতিয়ে নেয় বলে উল্লেখ করা হয়।
এ সময় আহত নাছির উদ্দিন ভান্ডারি জানান, দীর্ঘ দিন যাবৎ শত্রুতার জেরে তারা আমাদের উপর সামাজিকভাবে হেয় করে আসছিল। বিভিন্ন সময় সামাজিকভাবে স্থানিয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা মিমাংসার চেষ্টা করা হয়েছিল। এরই প্রেক্ষিতে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমি সন্ধ্যায় বাড়ি যাবার পথে ব্রীজ সংলগ্ন স্থানে ওতপেত থেকে আমাকে হাতুরি, রড দিয়ে অর্তকিত হামলা করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি রনোজিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা করা হয়েছে, আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply