ভোটের পল্টিবাজি
জাহাঙ্গীর আলম
——————————-
গতকালও ছিলেন যারা
নৌকা মার্কার বিপক্ষে
নৌকা জেতার পরেই দেখি
তারাই এখন সপক্ষে।
চেয়ারম্যানের গলায় মালা
তারাই পরায় আগে
পল্টিবাজের পল্টি দেখে
বলেন কেমন লাগে!
কেউবা চিল্লায় ফাটায় গলা
কেউবা খুশি চরম।
নাইরে এদের মর্যাদাবোধ
নাইরে লজ্জা শরম।
বঙ্গবন্ধুর আদর্শ আর
ওদের ভেতর নাই
যে যাই বলুক, দিক গালী দিক
ক্ষমতাটা চাই
ক্ষমতাটা পাওয়ার লোভে
সব দলেতেই থাকে
মনের মধ্যে ষড়যন্ত্রের
অনেক ছকই আকে।
নির্বাচনের এ কয়টা দিন
বুঝছি সবই ঘুরে
মুল নেতাদের থাকা উচিত
ওদের থেকে দুরে।
যতই বলুক আমি আপন
আপনি আমার আত্মা
নেতা আপনি পল্টিবাজদের
দেবেন নাতো পাত্তা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply