ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি গড়ে তুলছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী (সুলতান মাহমুদ পার্থ) ।। তিনি আমাদের জানান মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে টিউশনি করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বই কিনে এই লাইব্রেরি গড়েছেন পার্থ। তিনি আরও জানান যে,আমাদের গ্রামে ভালো লাইব্রেরি-ব্যবস্থা আজ নেই বললেই চলে। লাইব্রেরিগুলো সংখ্যায় দীন, আমাদের ব্যবস্থাপনা দুর্বল, বইয়ের প্রতি
কারো কোন চাহিদা নেই তাই দুঃখজনক এবং পরিবেশ বিমর্ষ। ভালো বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ পাঠকদের আজ নেই বললেই চলে। এমন অবস্থা চলতে থাকলে জাতির মননশীলতা ও জ্ঞানতাত্ত্বিক ভিত্তি কী করে মজবুত হবে?→• আমার নিজের উদ্বেগে, •নিজ পক্ষ থেকে আমি তাই গ্রামের প্রতিটি বাড়ির দোরগোড়ায় বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। গ্রামভিওিক উৎকর্ষ কার্যক্রম ও পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রতিটা গ্রামে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরি।
সবাই আমার জন্যে দোয়া করবেন আর, বেশি করে বই পড়ুন।। পাশে থাকব সব সময়। এখান থেকে সবাই বই নিতে পারবেন বিনামূল্যে, পৌছে যাবে আপনার কাছে। একটি বই একসপ্তাহ সময় পাবেন পড়ার জন্যে। পার্থ আরও বলেন যে, (কালের চাকা বন্ধু সংঘের) সংস্থা থেকে সে আরও কিছু উদ্বেগ নিয়েছে এবং তা বাস্তবায়ন করবে খুব শিগ্রহী।। পতিটা মামুষের পাশে সত ভাবে কাজ করতে চান তিনি।।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply