শনিবার এক সংবাদ সম্মেলনে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, কর্মসংস্থান তৈরি, সরকারি-বেসরকারি সহযোগিতার পূর্ণ বাস্তবায়ন, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা তৈরি, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ, বাণিজ্যের ডিজিটালাইজেশন, শিল্প নির্ভর অর্থনীতির বিকাশ, বৈদেশিক বিনিয়োগ নিশ্চিতকরণ ও তদুপরি ডিজিটাল উদ্যোক্তা নির্ভর সমাজ গঠন করার উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো: আবদুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম. পি।
আরো উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি। অনুষ্ঠানের চিফ মডারেটর বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মোহাম্মদ আবু রাইহান আল বেরুনী। এছাড়াও দেশী-বিদেশী অতিথি, প্রতিষ্ঠান প্রতিনিধি ও বিদেশি বিনিয়োগকারীরা অংশ নিবেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
24 January i want present business samit.