রামপালে জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে যখম। জমিজমার বিরোধ নিয়ে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন এর কালেখারবেড় গ্রামের লিপন ইজারদার ও তার পিতা জাফর ইজারদার কে কুপিয়ে যখম করেছে তার আপন চাচাতো ভাই কেরামত ইজারদার। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার দিকে লিপন ইজারদার তার পৈত্রিক ভিটায় জমিজমার বিষয়ে ডাকে তার চাচাতো ভাই কেরামত ইজারদার। পৈত্রিক ভিটায় যাওয়ার পর এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তখন কেরামত ইজারদার ও তার ভাই ভাইপো (সওকত ইজারদার, জুয়েল ইজারদার, শামীম ইজারদার) দের সাথে নিয়ে লিপন ইজারদার এর উপর দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে যখম করে । বর্তমানে ছেলে ও পিতাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত খবর সংগ্রহ করা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply