নিজস্ব প্রতিবেদকঃ :
রবিবার(৫ জানুয়ারী) আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সাথে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভা শেষে প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে কর্মিবান্ধব ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে খ্যাত,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কে বিজয়ী করার লক্ষে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের
হাজারো প্রাক্তন এবং বর্তমান নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি এবং আমার সভাপতি কামরুল হাসান রিপন দিনরাত নিরলস ভাবে কাজ করে বিজয় নিয়ে ঘরে ফিরব। স্বেচ্ছাসেবক লীগ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিজহাতে গড়া সুশৃঙ্খল একটি সংগঠন।যে কোন প্রয়োজনে স্বেচ্ছাসেবক লীগ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনটাকে আমাদের নিজেদের নির্বাচন মনে করে আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সরকারের উন্নয়নের বার্তা নাগরিকদের দোরগোড়ায় পৌছে দিতে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মির প্রতি তিনি আহ্বান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply