শাহারিয়া নাজিম শাওন :
রাজনৈতিক দল হিসাবে আওয়ামীলীগের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানে?
বঙ্গবন্ধু কে সর্বজনীন করতে না পারা।
আপনি আমি যতই খোঁড়া যুক্তি দাঁড় করাই না কেন এর দায় দায়িত্ব আওয়ামীলীগেরই নিতে হবে কারন যে দল একটা দেশের স্বাধীনতার নেতৃত্ব দেন,স্বাধীনতা এনে দেন, ভাষা কে এনে দেন, রাজনৈতিক ভাবে সেই দলের দায়িত্ব ও কর্তব্য অনেক খানি বাড়ে না বরং সবটুকু দায় তাদের কাঁধেই বর্তায়,
আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের কন্ঠে সর্বপ্রথম আমরা শুনতে পেয়েছিলাম বঙ্গবন্ধু আওয়ামীলীগের বা কোন নিদিষ্ট দলের না বঙ্গবন্ধু সর্বজনীন সবার।
তিনি আরও বলেছিলেন বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে কেউ চাঁদা বাজি করবেন না,কেউ কোন টাকা তুলে খিচুড়ি করবেন না,কারো বিরুদ্ধে এমন রিপোর্ট পেলে দলীয় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গবন্ধু কে হৃদয় দিয়ে অনুভব না করলে এমন মহাত্মম কথা মুখ থেকে আসে না।
আর এই সবার মাঝে তাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হল আওয়ামীলীগের।
আওয়ামীলীগ সরকারে থাকলে বঙ্গবন্ধুর ছবি সরকারি বেসরকারি সব অনুষ্ঠানে অফিস আদালতে সব খানে থাকে কিন্তু সরকারে না থাকলে নাই!
এটা কি হওয়া উচিত ছিলো?
আমরা যে দল যে মতের লোক হয় না কেন বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশ দেখাতে পারবেন?
কোনভাবেই সম্ভব নয়।
কারন বাংলাদেশের আগেই বঙ্গবন্ধু হয়েছিলেন বিখ্যাত।
আগে বঙ্গবন্ধু পরে বাংলাদেশ।
বিশ্বাস না হলে ইতিহাস ঘেটে দেখেন।
তাহলে আওয়ামীলীগের উচিত শুধু দেশের অর্থনীতি আর অবকাঠামো গত উন্নয়ন না করে আদর্শিক উন্নয়ন ঘটনোর জন্য একটা ডেল্টা প্লান করা।
যে প্লান হবে আগামী ২১ সালের বাংলাদেশে সব দল সব মতের মানুষেরা বঙ্গবন্ধু কে মানবে তাকে মাথার উপর রাখবে।
কারন একজন বঙ্গবন্ধু কে মাথার উপর রাখলেই বাকি সব বিষয় রাখা হয়ে যাবে।
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় নেতৃত্ব, ৫২ থেকে ৭১ সব ইতিহাসের সাথে আমরা একীভূত হতে পারবো।
সুতরাং আওয়ামীলীগের উচিত বঙ্গবন্ধু কে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।এই দেশের সকল রাজনৈতিক দল তাদের দলীয় ব্যানারে সবার উপরে বঙ্গবন্ধু কে রাখবেন। সভা সমাবেশ মিছিল মিটিং সব ক্ষেত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয় থাকবে কমন বিষয়।
যদি এটা করা সম্ভব না হয় তাহলে আওয়ামীলীগের রাজনৈতিক সভা সমিতি সহ অন্যান্য কর্মকাণ্ড থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া ভাল।
মুজিব কোট, বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের ও ব্যক্তির নয়।
এটা সমগ্র বাঙ্গালির আগের অনুভূতি শ্রদ্ধা ভালবাসা ও অনুভূতির জায়গা,
এ জায়গা কোন রাজনৈতিক দলের নষ্ট করার অধিকার নাই সে আওয়ামীগ হোক বা বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের।
আগামীর যে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি সেই বাংলাদেশে এটাও যেন নিশ্চিত হয় যে,বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে কেউ কোন অপ রাজনীতি করবে না।
বঙ্গবন্ধু আর বাংলাদেশ যেন হয় সমগ্র বাংলা ও বাঙ্গালির।
আর এটা করতে না পারলে রাজনৈতিক দল হিসাবে আওয়ামীলীগ হবে পুরাপুরি ব্যর্থ।
প্রিয় বঙ্গবন্ধুর তুমি এক মহাকাব্যিক নেতা তুমি আমাদের বাংলাদেশ।
স্ব সশ্রদ্ধ সালাম নেতা।
লেখক : শাহারিয়া নাজিম শাওন
ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখাটি লেখকের নিজ দ্বায়িতে প্রকাশিত
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply